রামোজি গ্রুপ — স্বতন্ত্রতার ইচ্ছেডানা
রামোজি গ্রুপ হায়দ্রাবাদ-নির্ভর বহুমুখী কর্পোরেট সংস্থা। এই সংস্থাটি গত ৬০ বছর ধরে প্রাতিষ্ঠানিক বৃদ্ধি ও সম্প্রসারণের কারণে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য শিল্প মানদণ্ড প্রতিষ্ঠা করেছে এবং তাদের দূরদর্শিতা ও আদর্শের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছে। উদ্ভাবন শক্তিকে কেন্দ্রবিন্দু করে প্রোডাক্ট এবং সার্ভিসেসসর্বস্ব এই গ্রুপ মিডিয়া ও বিনোদন, চলচ্চিত্র প্রযোজনা, প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া, এফএম রেডিও, হসপিটালিটি, রিটেল, ফুড, ফিনান্সিয়াল সার্ভিস, থিমনির্ভর পর্যটন, বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের পরিকাঠামোসহ বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও কমপ্লেক্স (রামোজি ফিল্ম সিটি), চলচ্চিত্র সংক্রান্ত পড়াশোনার কেন্দ্র এবং ওয়েলনেস সংক্রান্ত সুবিধার ক্ষেত্রে অগ্রগণ্য সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।