রামোজি অ্যাকাডেমি অভ মুভিজ (RAM) হল এমনই একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেটি ফিল্মমেকিং বা চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন বিশেষীকৃত শাখার ওপর অন-লাইন পাঠক্রম দিতে চলেছে। এই পাঠক্রম যথেষ্ট বিস্তারিত, নিজে নিজে শেখার উপযুক্ত ও খরচাবিহীন। আর আমাদের এই যত্নলালিত RAM হল পৃথিবীর বৃহত্তম ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটির একটি উদ্যোগ।