এখান থেকে আপনার চলচ্চিত্র চর্চার যাত্রা শুরু!
যদি আপনি সিনেমাপ্রমী হন, যদি আপনার সিনেমা দেখার বাইরেও পুরো চলচ্চিত্র বিষয়টি নিয়ে আবেগ ও উদ্দীপনা থাকে, যদি আপনার চলচ্চিত্রের কারিগরি সম্বন্ধে জানবার ঐকান্তিক ইচ্ছে থাকে এবং যদি আপনি চলচ্চিত্র নির্মাণের জগতে নিজের কেরিয়ার তৈরি করতে ইচ্ছুক হন, তাহলে আপনি এখন একদম ঠিক জায়গায় চোখ রেখেছেন! আপনার মতো চলচ্চিত্র নির্মাণে উচ্চাকাঙ্ক্ষীরা এখন সাতটি ভারতীয় ভাষার মাধ্যমে চলচ্চিত্রের বিশেষীকৃত বিভিন্ন শাখা সম্বন্ধে জানার ও শেখার সুযোগ পাবেন – হিন্দি, মারাঠি, তেলুগু, তামিল, মালয়ালম, কান্নাড়া ও বাংলা, আর ইংরেজি তো আছেই!